
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চারজনের অবস্থা সংকটাপন্ন, বাসায় ফিরেছে দুই শিক্ষার্থী
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ২০:৩৯
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাঁরা চিকিৎসাধীন, তাঁদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন (ক্রিটিক্যাল)। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁদের চিকিৎসা চলছে।
আরও ৯ জনের অবস্থা কম গুরুতর (সিভিয়ার)। তাঁরাও শঙ্কামুক্ত নন। এই ১৩ জনসহ বার্ন ইনস্টিটিউটে এখন মোট ৩৬ জন ভর্তি রয়েছেন। আর সেরে ওঠায় দুই শিক্ষার্থী আজ শনিবার বাসায় ফিরেছে।
আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন এসব তথ্য জানান। তিনি বলেন, বিদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত প্রচেষ্টায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিমান বিধ্বস্ত