
ককটেল আতঙ্ক: এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ২১:৩২
ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং ককটেল নিক্ষেপকারীদের ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পুলিশের একটি টিম রূপায়ন টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছে। ভবনটির ১৫তলায় এনসিপির কার্যালয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল বা যে কোনো যানবাহন ভবনটির আশপাশে দাঁড়াতে দিচ্ছে না। গত ২২ জুলাই থেকে ভবনটির সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা থাকছে বলে জানা গেছে।