প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করছেন ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের তিন বন্ধুর একজন, শারমান যোশি। ওই সিনেমায় ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও কাজ করার কথা ছিল। তবে নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন বাসার।
সিনেমার নাম ‘ভালোবাসার মরশুম’; এতে যোশির নায়িকা হবেন কলকাতা অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
আদ্যোপান্ত প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয়ের জন্য যোশি বাংলা ভাষা শিখতেও শুরু করেছেন বলে লিখেছে আনন্দবাজার।
এম এন রাজের পরিচালনায় সিনেমার প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। রাজ এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়ে আলোচনা এসেছিলেন।
আনন্দবাজারকে রাজ বললেন, “এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।’’
নতুন কাজ নিয়ে রোমাঞ্চিত সুস্মিতাও, যোশির সঙ্গেও কাজের সুযোগ পাওয়াটা 'বড় বিষয়' বলে মনে করেন তিনি।