কনসার্টে আলিঙ্গন: মার্কিন কোম্পানির সিইওর পর সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১২:০৮

কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।


গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও