এবছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে বাক-বিতণ্ডার বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার আবারও ইউক্রেইনের নেতাদেরকে ‘অকৃতজ্ঞ’ বললেন তিনি।
রাশিয়ার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চেষ্টায় ইউক্রেইন ‘কোনওরকম কৃতজ্ঞতা’ দেখাচ্ছে না বলে এবার অভিযোগ ট্রাম্পের। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও এর ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরা জেনিভায় বৈঠক করার সময়ই তিনি এই অভিযোগ করলেন।
রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেইনের নেতারা আমাদের প্রচেষ্টায় ‘শূন্য কৃতজ্ঞতা’দেখিয়েছে। ইউরোপের বিরুদ্ধেও অভিযোগ করে তিনি লেখেন, “তারা রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে।”