সীমান্ত বদলায়, সিন্ধুও একদিন ভারতে ফিরতে পারে: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিন্ধু অঞ্চল এখন হয়তো ভারতের সঙ্গে নেই, কিন্তু সীমান্ত তো বদলাতেই পারে এবং ভবিষ্যতে ওই অঞ্চলটি ভারতে ফিরেও আসতে পারে।
রোববার এক অনুষ্ঠানে তিনি এ ‘বিস্ফোরক’ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সিন্ধু নদী সংলগ্ন সিন্ধু প্রদেশ ১৯৪৭ এর দেশভাগে পাকিস্তান অংশে পড়ে, ‘সিন্ধি’ বলে খ্যাত সেখানকার বাসিন্দাদের মধ্যে হিুন্দুুদের সিংহভাগই ভারতে চলে যান।
সে ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, সিন্ধি হিন্দুরা বিশেষ করে লাল কৃষ্ণ আদভানির মতো নেতাদের প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্ন হওয়া কখনোই মেনে নিতে পারেননি।
“আমি আরও উল্লেখ করতে চাই, লাল কৃষ্ণ আদভানি তার এক বইয়ে লিখেছেন সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের লোকজন, এখনও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেননি,” দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলনে’ তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।