এক দিনে দুটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। গত সোমবার নিউরালিঙ্ক জানায়, তারা এক দিনে দুজন রোগীর মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। অস্ত্রোপচারের পর দুজনই ধীরে ধীরে সেরে উঠছেন বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
এ ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে নিউরালিঙ্কের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক লেখেন, ‘নিউরালিঙ্ক একদিন কোটি কোটি, এমনকি শতকোটি মানুষের জীবনে আমূল পরিবর্তন আনবে। ভাবুন তো, কেউ হাঁটতে পারছে না, অথচ এই প্রযুক্তির সাহায্যে সে আবার হাঁটতে পারছে বা ডিমেনশিয়ায় আক্রান্ত একজন বাবা আবার তাঁর সন্তানকে চিনতে পারছেন।’