মেয়ের পর ছেলেটিও চলে গেলো, বুক খালি হলো বাবা-মায়ের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:৪৮

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছিল নাজিয়া ও তার ছোট ভাই নাফি। দগ্ধ অবস্থায় অবর্ণনীয় কষ্টে ভুগে আগেই মারা গেছে বোন নাজিয়া। এবার না ফেরার দেশে চলে গেল ভাইও। একসঙ্গে দুই সন্তান হারিয়ে বুক খালি হয়ে গেলো বাবা-মায়ের।


মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাফির।


নাজিয়া ও নাফি উত্তরার কামারপাড়ার আশরাফুল ইসলাম নীরের সন্তান। নাজিয়া মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে ও নাফি প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাওন বিন রহমান জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের এখানে আইসিইউতে চিকিৎসাধীন নাফি (৯) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সোমবার রাত ৩টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ বার্ন হয়েছিল। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও