You have reached your daily news limit

Please log in to continue


পেন্টাগনের ক্লাউড থেকে চীনা ইঞ্জিনিয়ারদের সরাচ্ছে মাইক্রোসফট

এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ক্লাউড সাপোর্টের জন্য চীনা ইঞ্জিনিয়ারদের ওপর আর ভরসা করবে না মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

শুক্রবার কোম্পানিটির নিয়ম-কানুনে বড় পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্টটি। এ পরিবর্তনের আওতায় চীনা ইঞ্জিনিয়াররা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ক্লায়েন্টদের জন্য ক্লাউড সেবায় কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে পারবে না বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

যুক্তরাষ্ট্রের ‘জাতীয় ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমানোর লক্ষ্যে’ এসব পরিবর্তন করেছে মাইক্রোসফট। কারণ, কোম্পানিটির বড় আকারের গ্রাহকদের একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, যেখানে ক্লাউড পরিষেবায় কাজ করছে মাইক্রোসফট।

এ খাতে কাজের ক্ষেত্রে চীনা ইঞ্জিনিয়াররা থাকলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে– ‘প্রোপাবলিকা’ নামের এক গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে এমন বিষয় প্রকাশের পর মাইক্রোসফট এ সিদ্ধান্ত নিল বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মাইক্রোসফটের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফ্র্যাঙ্ক শ লিখেছেন, “এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের তদারকিতে কাজ করা বিদেশি ইঞ্জিনিয়ারদের নিয়ে যে উদ্বেগ জেগেছে তার সমাধানে সেবাদাতা হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের জন্য আমাদের সাপোর্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছি। যাতে নিশ্চিত করা যায়, চীনে থাকা কোনো ইঞ্জিনিয়ার আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্লাউড বা এ সংশ্লিষ্ট সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন না।”

মাইক্রোসফটের এ পরিবর্তনের প্রভাব গিয়ে পড়েছে কোম্পানিটির অ্যাজিওর ক্লাউড সার্ভিস বিভাগে। বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফটের মোট আয় বা রাজস্বের ২৫ শতাংশের বেশি তৈরি করে এই বিভাগটি। যার মানে হচ্ছে, অ্যাজিউর এখন মার্কিন সার্চ জায়ান্ট ‘গুগল ক্লাউড’-এর চেয়ে বড় হলেও মার্কিন ই কমার্স জায়ান্ট ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’-এর চেয়ে ছোট অবস্থানে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন