রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় একটি বাইক হান্টার ৩৫০। সবচেয়ে হালকা এই বাইককে নতুন রূপে বাজারে আনতে চলেছে সংস্থা। এখন এটি একটি নতুন রং গ্রাফাইট গ্রে-এর বিকল্পে পাওয়া যাবে। এছাড়া আরও ৭টি রঙে পাওয়া যায় এই বাইকটি।
নতুন গ্রাফাইট গ্রে ভেরিয়েন্টটি ম্যাট ফিনিশের সঙ্গে পাওয়া যাবে। খুব আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে বাইককে। এতে নিয়ন হলুদ হাইলাইট রয়েছে এবং এটি শহুরে গ্রাফিতি দিয়ে সাজিয়েছে কোম্পানি। এই রংটি রিও হোয়াইট ও ড্যাপার গ্রে সহ মিড ভেরিয়েন্টেও পাওয়া যায়।