You have reached your daily news limit

Please log in to continue


শক্তিশালী হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরো দৃঢ় করতে চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে এ যৌথ প্রচেষ্টা কেবল দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলকে আরো নিরাপদ ও স্থিতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হতে যাওয়া মহড়ার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এর মধ্যে প্রথমে পরিচালিত হবে টাইগার লাইটনিং মহড়া। টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং এ মহড়া পরিচালনা করবে। এরপর হবে টাইগার শার্ক ২০২৫ মহড়া। এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল অনুশীলন করে থাকে। ২০০৯ সাল থেকে চলমান এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবেলায় আরো দক্ষ করে তুলবে। এ যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হলো যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ব্যবহার।

সর্বশেষ পরিচালিত হবে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। এ বিষয়ে দূতাবাস জানায়, বাংলাদেশে চতুর্থবারের মতো প্যাসিফিক অ্যাঞ্জেল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহড়াটি প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে যুক্তরাষ্ট্রের সি-১৩০ বহরকে তুলে ধরা হবে। দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচলসংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মহড়া। সেই সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয়া হয়, যা মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন