ঢাকার বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি ‘সুবোধ তুই পালিয়ে যা’ আলোড়ন তুলেছিল আট বছর আগে। আর গত বছরের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের পর সেই সুবোধকে কেবল ফিরিয়েই আনা হয়নি, তাকে আজীবন এই বাংলায় থেকে যাওয়ার আকুতি জানানো হয়।
শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশেই একটি পিলারে ২০২৪ সালেল অগাস্টে একটি গ্রাফিতিতে লেখা হয়েছিল, ‘সুবোধ তুই আর পালাস না, থেকে যা আজীবন।’
সেই ছবি এখনও আছে মেট্রো স্টেশনের দেয়ালে। তবে রং যেন ফিকে হয়ে গেছে। কাজীপাড়া থেকে শেওড়াপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত গেলে চোখে পড়বে এমন শতাধিক গ্রাফিতি, যার রং ফিকে হলেও জ্বলজ্বল করছে জন-আকাঙ্ক্ষার বার্তা। দেশেজুড়ে বিভিন্ন জায়গায় এমন অসংখ্য গ্রাফিতি বা দেয়ালচিত্র ছড়িয়ে আছে।
শিক্ষক, সংস্কৃতিকর্মী ও গবেষকেরা মনে করছেন, সামাজিক-রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে গ্রাফিতিগুলো সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে গ্রাফিতির মধ্য দিয়ে মানুষ যা বলতে চেয়েছে, সেই ভাষাও রাষ্ট্রের নীতি-নির্ধারকদের বোঝা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলছিলেন, “দেয়ালে স্লোগান লেখা দীর্ঘদিনের চর্চা হলেও, তা মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যেই দেখা যেত।
“কিন্তু চব্বিশের জুলাই সবার কথা প্রকাশের নতুন একটি জায়গা তৈরি করে দিয়েছে।”
দেয়ালচিত্রের এই ব্যাপক ব্যবহার ‘জুলাইয়ের একটি অবদান’ এবং তা সংস্কৃতির একটি অংশ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।