
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
আজ শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী। আর তাদের মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তি (৬০) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি বরগুনায়।
নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮, রাজধানীর হাসপাতালগুলোতে ৬৫, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৫৮, ময়মনসিংহে (সিটি করপোরেশন বাদে) ৬, খুলনায় ৯ এবং রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়।
বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৩৯ জন। বাকি রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।