অল্প বয়সে ক্রিকেট মাঠে বল হাতে একের পর এক কীর্তি গড়েই চলেছেন ফারহান আহমেদ। গত বছর প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দেওয়া ইংলিশ স্পিনার এবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে শুক্রবার নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন ফারহান। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অফ স্পিনার।
ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ তিন বলে লুক উড, টম অ্যাস্পিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন ফারহান।
১৭ বছর ১৪৭ দিন বয়সে এই স্বাদ পেয়ে ফারহান এখন পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার, আর এই সংস্করণে পাঁচ উইকেট নেওয়া অষ্টম সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তি সিয়েরা লিওনের জর্জ সেসের। ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বতসোয়ানার বিপক্ষে এই পেসার হ্যাটট্রিক করেন ১৭ বছর ৩ দিন বয়সে। ফারহানের মতো তিনিও ইনিংসের শেষ তিন বলে নেন তিন উইকেট।
আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে ২০ বছর বয়সের নিচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন কেবল পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন। ২০১৯ সালের অক্টোবরে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন তিনি ১৯ বছর ১৮৩ দিন বয়সে।