
আসছে না ভারত, নতুন দল খুঁজছে বিসিবি
ব্যস্ত সূচির মাঝে হঠাৎই ফাঁকা সময় পেয়ে গেছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেটে দলের আগামী মাসের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় এখন অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়েই, দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে স্থগিত করে দেওয়া হয়েছে এই সফর।
নতুন সূচিতে আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তাদের এই সফর পিছিয়ে যাওয়ায় এখন অগাস্ট মাসে কোনো খেলা নেই বাংলাদেশের। এমনকি ঘরোয়া কোনো খেলাও নেই আগামী মাসে।
প্রাথমিকভাবে 'এ' দল বা হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে জাতীয় দলের খেলা আয়োজনের চিন্তা করেছিল বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ। সেখান থেকে সরে এখন জাতীয় দলের সিরিজ আয়োজনের ভাবনার কথা বললেন নাজমুল।
"আমরা সিদ্ধান্ত নিয়েছি, (ভারত সিরিজের) সময়টায় অভ্যন্তরীণ কিছু ম্যাচ আয়োজন করতে পারি কিনা। এর আগেও এরকম করেছি, 'এ' দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।"