
পাপোশে দাগ পড়লে যা করবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৩
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
- ট্যাগ:
- লাইফ
- পরিস্কার
- কাপড়ে দাগ তোলার উপায়