মেজর লিগ সকারে (এমএলএস) গোলের নেশায় বুদ হয়েছেন লিওনেল মেসি। আরও একবার মাঠে নেমে তিনি দুবার পেয়েছেন জালের দেখা। বাড়িয়ে নিয়েছেন টানা গোল করার রেকর্ড।
ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে ন্যাশভিলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলের জয়ে একাই গোল দুটি করেন আর্জেন্টাইন মহাতারকা।
এমএলএসে টানা পাঁচ ম্যাচে দুটি করে গোল করলেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজিরও নেই আর কোনো ফুটবলারের।