You have reached your daily news limit

Please log in to continue


বিগ ব্যাশে প্রথম ম্যাচে উইকেট না নিয়েও পার্থক্য গড়ে দিলেন রিশাদ

বল হাতে যখন এসেছেন, তখন সিডনি থান্ডারের রান ৪ ওভারে ৪৬। পেসার রাইলি মেরেডিথ, বিলি স্ট্যানলেকের ওপর একটা ঝড়ই বয়ে গেছে বলা যায়। এমন সময়ে বোলিংয়ে এসে রিশাদ হোসেন প্রথম ওভারে রান দিলেন ৬।

এরপর নিজের পরের ওভারে দিলেন ৪ রান। হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে রিশাদের তৈরি করা চাপ কাজে লাগিয়ে আজ সফল হয়েছেন হোবার্ট হারিকেনসের অন্য বোলাররা। তাতে দারুণ শুরুর পরও সিডনিকে ১৮০ রানে আটকে রাখে হোবার্ট। সেই রান দলটি তাড়া করেছে ১৯.৫ ওভারে।

রিশাদ সব মিলিয়ে ৩ ওভারে রান দিয়েছেন ১৮। বাউন্ডারি হজম করেছেন একটি। সেটি নিজের করা তৃতীয় ওভারে। রিভার্স সুইপ খেলে শর্ট থার্ড ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মধ্য দিয়ে চার মারেন ক্যামেরন ব্যানক্রফট।

রিশাদ আজ সফল হয়েছেন নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে। খুব বেশি টার্ন করানোর চেষ্টাই করেননি। পেসের বৈচিত্র্যেই তিনি ব্যাটসম্যানদের আটকে রেখেছেন। উইকেটে তখন ক্যামেরন ব্যানক্রাফট ও স্যাম কনস্টাস থিতু থাকলেও ব্যাট চালাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন