অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : সেমিফাইনালে যাদের বিপক্ষে ম্যাচ হতে পারে বাংলাদেশের

যুগান্তর প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে পরপর জয় করার ফলে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। সোমবার আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ নিশ্চিতভাবে সেমিতে পৌঁছেছে। এখন গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।


বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটো দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে এবং চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় শ্রীলঙ্কা বাংলাদেশকে টপকে গ্রুপের শীর্ষে রয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারলে 'বি' গ্রুপের প্রথম স্থানে থাকবে এবং তাদের পরবর্তী সেমিফাইনালে 'এ' গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে খেলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও