
হতাশাব্যঞ্জক ফল এবং ভবিষ্যৎ
২০২৫-এর এসএসসি পরীক্ষার ফল বের হলো ১০ জুলাই। এবার বিগত প্রায় ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হলো। সব বোর্ডের গড় পাসের হার ৬৮.৪৫, যা অতীতের অনেক বছরের চেয়ে সর্বনিম্ন। মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখের বেশি। ভাবা যায়! শিক্ষার্থীদের ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, তা বলাই বাহুল্য। সারা দেশে মোট ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
গতবারের তুলনায় ৮৩টি বেশি প্রতিষ্ঠান পাস না করার সঙ্গে যুক্ত হলো। কোনো পরিস্থিতিতেই এ রকম ফলাফল অবশ্যই দুঃখজনক। এ লজ্জা শিক্ষাপ্রতিষ্ঠানের, এ লজ্জা শিক্ষকদের, এ ব্যর্থতা পরিবেশ ও পরিস্থিতির কারণে। দেশে চলমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে পরীক্ষা নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পর শুরু হয়। এখানেই শিক্ষার্থীদের জন্য একটি সংকট তৈরি হয়। দুই মাস পেছানোয় তাদের মনোভাবে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে বলে ভাবা যেতে পারে। আবার এ কারণে উদ্ভূত হতাশা ও উৎকণ্ঠা পরীক্ষা খারাপেরও অন্যতম কারণ হতে পারে।