
টেসলার গাড়িতে আসছে গ্রক এআই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৫:২৫
আগামী সপ্তাহেই মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার গাড়িতে আসছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের চ্যাটবট গ্রক।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে টেসলার সিইও মাস্ক বলেছেন, “দেরিতে হলেও আগামী সপ্তাহের মধ্যে টেসলা সর্বশেষ মডেলের বিভিন্ন গাড়িতে ব্যবহার করা যাবে গ্রক এআই।”
এক্সএআই বুধবার নিজেদের নতুন ও প্রধান এআই মডেল গ্রক ৪ উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।