ইউক্রেনকে চাপে ফেলে যেভাবে ফায়দা লুটছে পশ্চিমা শক্তি

প্রথম আলো প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৯:৫৩

গত ১৬ জুন ইউক্রেন সরকার দেশটির লিথিয়াম খনির ভান্ডারের জন্য বিদেশি কোম্পানিগুলোর দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করে। আগ্রহী বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে রোনাল্ড এস লডারের সঙ্গে যুক্ত একটি কনসোর্টিয়ামও। রোনাল্ড এস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।


এই দরপত্র এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত একটি খনিজ চুক্তির অংশ হিসেবে আহ্বান করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর প্রবেশাধিকার দেওয়া হয়েছে। কয়েক মাসের আলোচনা শেষে চুক্তিটি সম্পাদিত হয়।


চূড়ান্ত চুক্তি করার পর ইউক্রেনীয়রা বলেছেন যে আগের খসড়াগুলোর তুলনায় এর শর্তাবলি ইউক্রেনের পক্ষেই থাকবে। এই চুক্তি ইউক্রেনে খনি ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের পথ প্রশস্ত করেছে। বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে গ্রহণ করবে। এখানে যে মুনাফা হবে, তাতে কোনো কর আরোপ করা হবে না এবং মার্কিন কোম্পানিগুলো টেন্ডার ও নিলামে অগ্রাধিকার পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও