You have reached your daily news limit

Please log in to continue


জীবনের চেয়ে বড় কোনো সিনেমা নেই

সেন্সর বোর্ডে প্রায় দুই বছর আটকে থাকার পর আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন...’। গতকাল চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা কামার আহমাদ সাইমনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো

প্রথম আলো : 

‘অন্যদিন…’ সিনেমার পটভূমিটা একটু জানতে চাই।
কামার আহমাদ সাইমন: শুনতে কি পাও! শেষ করেই অন্যদিন… ছবির চিন্তাটা এসেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি বা অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম–এর মতো উপন্যাসগুলো আমরা ছোটবেলায় পড়ে বড় হয়েছি, উপন্যাসের সেই চরিত্রগুলোকে সিনেমার পর্দায় আনার চেষ্টা ছিল। কিন্তু শুনতে কি পাও! শেষ করে মনে হচ্ছিল, জনপদের যে গল্পটা বলতে চাচ্ছিলাম, সেটা ঠিক বলা হলো না। সে থেকেই একটা জলত্রয়ী বা ওয়াটার ট্রিলজির কথা ভাবতে শুরু করি। অন্যদিন… সেই জলত্রয়ীর দ্বিতীয় পর্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন