‘সাইয়ারা’ ছবির নায়ককে ছাপরি বললেন পরিচালক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ২১:১৪

‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকে আহান পান্ডে হয়ে উঠেছেন সকলের প্রিয় নতুন তারকা। তার ব্যাপারে ভক্তদের আগ্রহ বাড়ছেই। এমন সময় ছবির পরিচালক মোহিত সুরি করলেন মজার এক মন্তব্য। তার চোখে আহান পুরো ছাপরি একটা ছেলে। তিনি জানিয়েছেন, আহানের ‘ছাপরি’ দিকটা ছবির স্ক্রিপ্টের কারণে দেখা যায়নি।


কোমল নাহতার সঙ্গে কথা বলার সময় মোহিত সুরি বলেন, আহানের একটা অন্যরকম দিক রয়েছে যা খুব কম মানুষই দেখেছে। মোহিত বলেন, ‘আহানের নাচের ধরন দেখলে বুঝতে পারবেন সে পুরোপুরি গ্যালারি মাতানো স্টাইলের একটি ছেলে। ও একটা টিকটকার। পুরো ছাপরি।’


মোহিত সুরি জানান, ছবির শুটিংয়ের ৩০তম দিনে যখন অর্ধেক কাজ শেষ আহান তার সৃজনশীল প্রযোজককে নিজের অডিশনের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। মোহিত জানান, আহান ভেবেছিল বড় কোনো পারফরম্যান্স দিয়েছে এমন প্রশংসা শুনবে সে। কিন্তু উত্তরে তিনি শুনেছিলেন, ‘তুমি ভালো করছ’ এটুকুই। এই ঘটনাটি হাস্যকর ছিল। ও মনে হয় খানিকটা হতাশ ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও