সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না: রিজভী

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৭:১৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানা ধরনের যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। শেখ হাসিনার মতো নানা যুক্তি খাঁড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না।’


আজ বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি সেখানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তাঁর অসুস্থ মা ভূজোপুদি চাকমার খোঁজ নিতে যান।


রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় এ দেশের মানুষের খবর রাখছেন। এরই অংশ হিসেবে ঋতুপর্ণার পরিবারের পাশে রয়েছে তারেক তথা বিএনপি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও