You have reached your daily news limit

Please log in to continue


দিনে ঘুমান ৩ ঘণ্টা, তা নিয়েই ইতিহাসের দুয়ারে ব্রাজিলের ৪৪ বছরের গোলকিপার

বয়স ৪৪ পেরিয়ে গেছে। সামনে ৪৫-এর কেক কাটার পালা। এই সময়ের বহু আগেই ফুটবলে বুটজোড়া তুলে রাখার বয়স পেরিয়ে যায়। অনেকে কোচিংয়ে মনোযোগ দেন। কিন্তু ফ্লুমিনেন্সের ফাবিও যেন ভিন্ন ধাতুতে গড়া। গোলপোস্টের নিচে তিনি এখনও অটল এক পাহাড় হয়ে আছেন। ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তিনি ছুটছেন ফুটবল ইতিহাসের এক দুর্লভ রেকর্ডের পেছনে। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন হাতছানি দিয়ে ডাকছে তাকে। 

ইন্টার মিলানের বিপক্ষে গোল না খেয়ে ফ্লুমিনেন্স জয় পেয়েছে। রক্ষণে তার সঙ্গী ছিলেন ৪০ বছর বয়সী থিয়াগো সিলভা। কিন্তু সবচেয়ে আলো কাড়েন ফাবিও। এই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৩টি ক্লিন শিট রেখেছেন তিনি। এখন পর্যন্ত তার ক্যারিয়ারে ক্লিন শিট সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭, যা ইতালির কিংবদন্তি বুফনকেও ছাড়িয়ে গেছে।

তবে ফাবিওর মূল লক্ষ্য আরেকটি বড় রেকর্ড—সবচেয়ে বেশি অফিসিয়াল ম্যাচ খেলার রেকর্ড। বর্তমানে এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের পিটার শিলটন। তার খেলার সংখ্যা ১,৩৯০ (বা তার দাবি অনুযায়ী ১,৩৮৭)। ফাবিও এরই মধ্যে ১,৩৭৮টি ক্লাব ম্যাচ খেলেছেন। তার সামনে আর মাত্র কিছু ম্যাচ, তারপরই হয়তো ইতিহাসের পাতায় নতুন নাম উঠে যাবে।

গেল মে মাসে তিনি চুক্তি নবায়ন করেছেন। ফলে সমর্থকরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য এক রেকর্ড উৎসবের। তবে আরেকজন তার দৌড়ে আছেন—ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ও আল-নাসরে নিয়মিত খেলা চালিয়ে গেলে তিনি হয়তো ফাবিওকে পেছনে ফেলবেন। কিন্তু ফাবিওর এই যাত্রাটাই ইতিহাসে জায়গা করে নেবে, আপাতত সেটা বলে দেওয়াই যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন