সাগরিকায় হাসল বাংলাদেশ

যুগান্তর প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৩২

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা লাওসকে ৩-১ গোলে হারিয়েছেন আফঈদা খন্দকাররা। বুধবারের ম্যাচে সাগরিকা দুটি এবং মুনকি আক্তার এক গোল করেন। লাওসে যাওয়ার আগে বাছাই পেরিয়ে মূলপর্বে খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। স্বাগতিকদের হারিয়েই লক্ষ্য পূরণের পথে যাত্রা শুরু করলেন পিটার বাটলারের শিষ্যরা।


শুরু থেকেই লাওসের মেয়েদের চাপে রেখে খেলতে থাকেন লাল-সবুজের মেয়েরা। প্রথম ১৫ মিনিট স্বাগতিকদের সীমানায় মুহুর্মুহু আক্রমণ করেন সাগরিকা, মুনকি আক্তার, শান্তি মার্ডিরা। কিন্তু গোলের দেখা মিলছিল না। ১৫ মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট করেন তৃষ্ণা রানী। মুনকি আক্তার গোলমুখে ছোট পাসে বল বাড়ান তৃষ্ণাকে। তবে বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিয়ে গোলের আনুষ্ঠানিকতা সারতে পারেননি তৃষ্ণা। ৩৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। শান্তি মার্ডির কর্নার থেকে হেড করে গোল আদায় করে নেন দেশের মাঠে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের হয়ে অসাধারণ খেলা ফরোয়ার্ড সাগরিকা (১-০)। মিনিটছয়েক পর সিনহা জাহান শিখাকে গোল বঞ্চিত করে ক্রসবার। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। তৃষ্ণার থ্রু ধরে মার্কারকে ছিটকে ফেলে লাওস কিপারকে একা পেয়ে যান মুনকি আক্তার। ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশ ফরোয়ার্ড (২-০)। ৭২ মিনিটে স্বপ্না রানীর ক্রসে সাগরিকার হেড পোস্টে লেগে ফিরে আসে। ৮৭ মিনিটে লাওসের আনিনা কিও অন্সি বাংলাদেশ কিপার স্বর্ণার সঠিক পজিশনে না থাকার সুযোগে এক গোল পরিশোধ করেন (১-২)। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে দলের জয় নিশ্চিত করেন সাগরিকা (৩-১)। শুক্রবার তিমুরলেস্তের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে দিনের প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে দক্ষিণ কোরিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও