
কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বিসিসিআই, ওয়ানডেতেও নেতৃত্বে শুভমান?
ভারতের ক্রিকেটে নতুনদের জয়ধ্বনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি নামটাই এখন অনেকটা আড়ালে পড়ে গেছে। প্রায় দেড় দশক ভারতের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন দু’জনে। তবে বয়সের কারণে নিজেদের গুটিয়েও নিয়েছেন। ২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দেন দুজনে। টেস্ট ক্রিকেটকেও এরই মধ্যে বিদায় বলে দিয়েছেন। তাদের ছাড়াই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে শুভমান গিলের নতুন ভারত।
এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, টেস্টের মতো ওয়ানডের নেতৃত্বও দেওয়া হতে পারে শুভমান গিলকে। এ ব্যাপারে আগ্রহী বোর্ড কর্মকর্তাদের একাংশ। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই করতে চান তারা। দুই জ্যেষ্ঠ ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সর্বশেষ আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি এবং রোহিত। তার আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেন তারা। শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি দুই সিনিয়র ব্যাটার।
- ট্যাগ:
- খেলা
- ভারতীয় ক্রিকেট
- ভারতীয় ক্রিকেট দল