You have reached your daily news limit

Please log in to continue


গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক

গাজায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকটি এক ঘণ্টারও কিছু বেশি সময় স্থায়ী হয়। বৈঠকে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না।

এর আগে সোমবার রাতে নৈশভোজ অনুষ্ঠিত হয়। এটা নেতানিয়াহুর চলতি বছর যুক্তরাষ্ট্রে তৃতীয় সফর।

বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়ে কথা বলবেন।

ট্রাম্প বলেন, এই সমস্যাটার একটা সমাধান দরকার। গাজা—এটা এক বিশাল ট্র্যাজেডি। নেতানিয়াহু এটা সমাধান করতে চান, আমিও চাই, আর আমার মনে হয় অন্য পক্ষও চায়।

এদিকে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের ঠিক আগে প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে সপ্তাহ শেষের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হবে।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন