
প্রাকৃতিক ৫ উপায়ে ত্বকে আনুন গোলাপি আভা
আজকাল মুখে গোলাপি আভা ফুটিয়ে তুলতে সৌন্দর্যসচেতন নারীরা নানান ধরনের ব্লাশ ব্যবহার করেন। ক্রিম বা পাউডার বেসড এসব ব্লাশ বেশ জনপ্রিয় হলেও প্রতিদিন ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবেই গোলাপি আভা ফুটে উঠবে। তবে হ্যাঁ, প্রাকৃতিক এই গোলাপি আভা পেতে হলে দীর্ঘদিন ধরে ধৈর্য নিয়ে ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই পাওয়া যাবে সুফল। এ জন্য যা ব্যবহার করবেন,
মধু ও দারুচিনির প্যাক
মধু হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ময়েশ্চারাইজার। অন্যদিকে দারুচিনি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে। আর এই দুই উপাদানের সংমিশ্রণ ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটিয়ে তুলতে সহায়ক। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দুই গালে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ২ থেকে ৩ মাসের মধ্য়ে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন