
কান্নায় ভেঙে পড়লেন সামান্থা
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তেলেগু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সামান্থা। ২০২৫ সালের তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন সামান্থা, এমনকি দর্শকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথাও নিচু করেন। তিনি বলেন, ‘আমি যত ভুলই করি না কেন, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি।’
‘১৫ বছর লেগে গেল ধন্যবাদ জানানোর জন্য’
দীর্ঘ সময় পর এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারায় নিজেই বিস্মিত সামান্থা। তিনি বলেন, ‘আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগই পাইনি। আমার প্রথম ছবি থেকেই আপনারা আমাকে আপন করে নিয়েছেন। শুধু ভালোবাসাই দিয়ে গেছেন। বিশ্বাসই হচ্ছে না, আপনাদের ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল (মাথা নিচু করে)। যদিও দেরি হয়েছে, তবু আমি মনে করি, আমার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে এ মঞ্চে এসেছি। আমি সত্যিই কৃতজ্ঞ।’