-686a1495755c2.jpg)
ভুয়া অ্যাপের ফাঁদ: স্মার্টফোন সুরক্ষিত রাখতে যা আপনাকে জানতেই হবে
বর্তমানে স্মার্টফোন ছাড়া যেন জীবন অচল। কিন্তু অজান্তেই অনেকেই এমন কিছু অ্যাপ ফোনে ইনস্টল করেন, যেগুলো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোরে পেয়ে যাওয়া কোনো অ্যাপ নিরাপদ; এমনটি ভাবা ভুল। সম্প্রতি একাধিক ক্ষতিকর অ্যাপ চিহ্নিত হয়েছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।
যেমন-নকল টিকটকঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, স্টিকার মেকার, জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট ফিল্টার বা স্মার্ট কিউআর কোড ক্রিয়েটর ইত্যাদি। এসব অ্যাপ, ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, ফাইল, এমনকি ব্যাংকিং তথ্যও হ্যাক করতে পারে।
তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার।
- ডেভেলপারের নাম ও পরিচিতি যাচাই করুন। নামী কোম্পানি ছাড়া সন্দেহজনক অ্যাপ এড়িয়ে চলুন।
- অ্যাপ রিভিউ ও ডাউনলোড সংখ্যা দেখে নিন। কম ডাউনলোড বা নেতিবাচক রেটিংযুক্ত অ্যাপ ঝুঁকিপূর্ণ হতে পারে।
- অ্যাপ কি কি অনুমতি চাচ্ছে তা খেয়াল করুন। অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কনট্যাক্ট লিস্ট চাইলে সতর্ক হোন।
- ভুয়া অ্যাপ থেকে দূরে থাকুন। অনেক সময় আসল অ্যাপের নাম অনুকরণ করে তৈরি হয় ভুয়া অ্যাপ, যা দেখতে অবিকল মূল অ্যাপের মতো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপ্রয়োজনীয় বা অপরিচিত অ্যাপ কখনোই ইনস্টল করবেন না। নিজের ফোন ও তথ্যের নিরাপত্তা আগে নিশ্চিত করুন, তারপর অ্যাপ ব্যবহার করুন। প্রযুক্তি হোক সুবিধার হাতিয়ার, বিপদের নয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভুয়া অ্যাপস