You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু চিকিৎসার খরচ মেটাতে হিমশিম

মেরুদণ্ডের সমস্যার চিকিৎসা নিতে সাতক্ষীরার কলারোয়া থেকে ঢাকায় আসেন তানজিলা খাতুন। তিন বছরের সন্তান তাফসিনকে নিয়ে মোহাম্মদপুরের বছিলায় মেয়ের বাসায় উঠেছিলেন তিনি। সেখানে ২৭ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাফসিন। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ৩০ জুন তাফসিনকে ভর্তি করা হয় শিশু হাসপাতালে। নিজের চিকিৎসা বাদ দিয়ে এখন ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন তিনি।

তানজিলার সঙ্গে কথা বলে জানা গেল, তাফসিনের জন্য প্রতিদিন ৭০০ টাকা শয্যা ভাড়ার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা, ওষুধ বাবদ এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি টাকা খরচ করেছেন। তাফসিনের বাবা মাছের আড়তে কাজ করেন। চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

তাফসিনের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন ঢাকা এবং ঢাকার বাইরের অনেকেই ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আক্রান্ত ব্যক্তিদের ভোগান্তির সঙ্গে চিকিৎসা খরচের ধাক্কা সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে স্বজনদের।

গতকাল শনিবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতাল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরগুনা জেলায়—৬৬ জন। সব মিলে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫৪ জনে; আর মারা গেছেন ৪৫ জন। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডেঙ্গু রোগীর ৪৪ শতাংশই বরিশাল বিভাগে। আর চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে গতকাল পর্যন্ত ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ২ হাজার ৬৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন