নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে অবস্থিত একটি আলিশান বাড়ি। একসময় ক্ষমতাধর পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পা পড়লে বাড়িটির আশপাশের এলাকা থমথমে হয়ে যেতো। নিরাপত্তাকর্মী থেকে শুরু করে প্রশাসনের উচ্চপর্যায়ের বিভিন্ন স্তরের লোকজনের সরব উপস্থিতি ও পদচারণায় মুখর হয়ে উঠতো বাড়িটি।
ডুপ্লেক্স বাড়িটির চতুর্দিক নিরাপত্তার চাদরে ঢেকে রাখতেন প্রশাসনের লোকজন। এর আশপাশের রাস্তা দিয়ে স্থানীয়দের স্বাভাবিক চলাচলেও আরোপ করা হতো নিষেধাজ্ঞা। এখন প্রভাবশালী সেই বেনজীর আহমেদের দেখা নেই। উপস্থিতি নেই তার সাঙ্গপাঙ্গদেরও। ফলে আলিশান বাড়িটিতে এখন সুনসান নীরবতা। সম্প্রতি বাড়িটি পরিদর্শন করে এমন চিত্রই দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, পূর্বাচলের দক্ষিণবাগ এলাকায় গুতিয়াব মৌজায় অবস্থিত ‘আনন্দ হাউজিং সোসাইটি’। এর ছয়টি প্লটের ২৪ কাঠা জমির ওপর ‘সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে আলিশান বাড়িটি নির্মাণ করা হয়েছে। ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে অবস্থানকালে মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন এবং অবসরে রাতযাপনও করতেন। বাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছিল। কুকুর দুটি এখনো রয়েছে।