নির্ধারিত সময়েই এআই আইন কার্যকর করবে ইইউ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১৪:৩৪

কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।


গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।


এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’


তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও