
সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬
নবম সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন।
শনিবার সকাল ৯টায় গুলশানে বাসভবনে তিনি মারা গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার ভগ্নিপতি আশফাক কাদেরী জানিয়েছেন। সাবেক এই সিইসির বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আশফাক কাদেরী।
তিনি বলেন, “সকাল ৯ টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শামসুল হুদা পরিবারে স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।
তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মারা গেছেন
- এটিএম শামসুল হুদা