You have reached your daily news limit

Please log in to continue


ভোটের প্রতীক বাড়ছে এবার, সংরক্ষণ কীভাবে?

সাড়ে আট বছরের মাথায় সংসদ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বি দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর জন্য নতুন প্রতীক সংরক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

১৯৯১ সালে পঞ্চম ও ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৪০টি প্রতীক সংরক্ষিত ছিল সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায়। সব নির্বাচনের জন্য আলাদা আলাদা প্রতীক করায় ২০১৭ সালে তা প্রায় অর্ধেকে নেমে আসে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল ও প্রার্থীদের সুবিধার্থে প্রতীক সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এবার নিবন্ধন পেতে ১৪৪টি দলের ১৪৭টি নতুন আবেদন জমা পড়েছে। ইতোমধ্যে নিবন্ধন আবেদন পর্যালোচনাও শুরু করেছে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়।

নতুন করে কতটি প্রতীক যুক্ত হচ্ছে, জানতে চাইলে শুক্রবার এ নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কতটি প্রতীক যুক্ত হবে এটা এখন বলতে পারছি না। এটা নির্ভর কটি দল রেজিস্ট্রেশন পাবে তার উপর। দল যত বেশি হবে, প্রতীকে সংখ্যাও বাড়বে।”

ইসি কর্মকর্তারা বলছেন, এবার অনেক দলই কমিশনের সংরক্ষিত তালিকার বাইরে হরেক রকমের প্রতীক চেয়েছে এবং একই প্রতীকও অনেকে চেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ তালিকা থেকে অনেক দলের প্রতীক সংরক্ষণ করায়, স্বতন্ত্রের প্রতীক সংকট হতে পারে। সব বিষয় বিবেচনা করে শতাধিক প্রতীকের নাম ইসি সচিবালয় প্রস্তাব করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন