মার্কিন ধনকুবের ইলন মাস্ক এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান চালু করেছেন। মূলত প্রযুক্তি খাতের এসব প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখেছে। তবে তার সর্বশেষ উচ্চাভিলাষী লক্ষ্যপূরণ অতটা সহজ হবে না বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা।
সম্প্রতি, মার্কিন জনগণের স্বার্থ রক্ষায় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। হঠাৎ কী কারণে প্রযুক্তি খাতের দিকপাল থেকে রাজনীতিবিদ হতে চাচ্ছেন মাস্ক, তা নিয়ে এখন আলোচনা, বিশ্লেষণ চলছে।
সিএনএন, আল জাজিরাসহ একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন এসেছে।
মাস্কের দল গঠনের মূল কারণ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি খরচ সংক্রান্ত 'বিগ, বিউটিফুল বিল'র কড়া সমালোচক মাস্ক।
ট্রাম্পের ভাষায়, এই বিশাল ও অসাধারণ বিলের প্রতিবাদ জানিয়েই সরকারি কর্মদক্ষতা দপ্তর প্রধানের চাকরি থেকে ইস্তফা দেন মাস্ক। অথচ, এই মাস্ককে তিনিই ডেকে এনে এই পদে বসিয়েছিলেন।