টানা তৃতীয় ম্যাচে শেষ ওভারে জিতল মেজর লিগ ক্রিকেটের দল সিয়াটল অরকাস। আর প্রতিবারই নায়ক একজন—শিমরন হেটমায়ার। এমআই নিউইয়র্কের বিপক্ষে ৪০ বলে অপরাজিত ৯৭ রানের খেলার পর হেটমায়ার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন ২৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস।
আর আজ সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৩৭ বলে করলেন অপরাজিত ৭৮। তাঁর ইনিংসে ভর করেই সিয়াটল আজ ১৬৯ রান তাড়া করে জিতেছে।