বাংলা পঞ্জিকা অনুসারে এখন আষাঢ় মাস চলছে। এই সময়ের আকাশ কিছুটা মেঘলা থাকে বলে সন্ধ্যার আকাশের চমক তেমন একটা চোখে পড়ে না। তবে আকাশ পরিষ্কার থাকলে ১৫ জুলাই পর্যন্ত আকাশে বেশ কিছু চমক দেখার সুযোগ পাওয়া যাবে।
চাঁদের অবস্থান যেমন থাকবে
আজ বুধবার চাঁদ তার প্রথম চতুর্থাংশ দশায় উপনীত হবে। আর তাই চাঁদের অর্ধেক অংশ আলোকিত দেখা যাবে। এই সময় চাঁদ পর্যবেক্ষণ করলে চাঁদের ক্রেটার বা গর্তসহ পৃষ্ঠের অন্য সব বৈশিষ্ট্য দেখা যাবে। ৪ জুলাই চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকবে। এই অবস্থানকে অ্যাপোজি বা অপভূ বলে। ৪ জুলাই স্পাইকার চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ স্পাইকার তারাকে আড়াল করে দেবে। এই ঘটনাকে লুনার অকুলটেশন বলে। স্পাইকার ভার্গো তারামণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা। ৮ জুলাই চাঁদ স্কর্পিয়াস তারামণ্ডলের উজ্জ্বল নক্ষত্র অ্যান্টারেসকে আড়াল করে দেবে। ১০ জুলাই তারিখে চাঁদ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকবে। ১১ জুলাই আকাশে পূর্ণিমা দেখা যাবে।