
টানা দুই ওভারে দুই উইকেট শিকার তাসকিনের
আগের ওভারে আউট করেছিলেন শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে চারে নামা কামিন্দু মেন্ডিসকেও ফেরালেন ডানহাতি টাইগার পেসার তাসকিন আহমেদ।
ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে মিডঅফে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন কামিন্দু। কিন্তু বল সেভাবে ভাসেনি, সেখানে ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজের নাগালের মধ্যে পড়ে যায়। দারুণ সুযোগ হাতছাড়া করেননি মিরাজ। কামিন্দুর সহজ ক্যাচ তালুবন্দি করে নেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ৭ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২৯ রান। কুশল মেন্ডিস ১৯ আর চারিথ আসালঙ্কা ০ রানে অপরাজিত।
আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই শক্তহাতে বোলিং করতে থাকেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যে কারণে উইকেট পেতেও দেরি হয়নি তাদের।