You have reached your daily news limit

Please log in to continue


ভালোবাসার আগুন জ্বললে আঁচ তো গায়ে আসবেই: জয়া আহসান

দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত দুই ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। মাসের তৃতীয় সপ্তাহে ভারতে মুক্তি পাচ্ছে ‘ডিয়ার মা’। এখন তিনি কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং করছেন। আজ এই অভিনয়শিল্পীর জন্মদিন। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের

প্রথম আলো: ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং কত দিন পর্যন্ত চলবে? ঢাকায় ফিরবেন কবে?
জয়া আহসান : দুই সপ্তাহ ধরে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং করছি। এখন শেষের দিকে। এই ছবির শুটিং শেষ হলেও আপাতত ঢাকায় ফেরা হচ্ছে না। কারণ, এরপর ‘ডিয়ার মা’ ছবির প্রচারণায় ব্যস্ত হতে হবে, যা এরই মধ্যে শুরুও হয়েছে।
প্রথম আলো : 

দেশে একই সময়ে আপনার দুটি ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ মুক্তি পেয়েছে, তা–ও ঈদের মতো বড় উৎসবে। প্রায় কাছাকাছি সময়ে দুটি ভিন্ন ঘরানার সিনেমায় আপনি অভিনয় করেছেন। দুই চরিত্রের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
জয়া আহসান : দুটি ছবির গল্পের কাঠামোই তো আলাদা। তবে শুটিং কাছাকাছি সময়ে হয়েছে, ওভার লেপও করেছে। ‘তাণ্ডব’-এ তো ভালোই, অনেক দিন পর একটা বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করলাম। দারুণ অভিজ্ঞতা ছিল। চরিত্রে ঢোকার ক্ষেত্রে একদমই সমস্যা হয়নি। ‘উৎসব’—তানিম নূর আমাকে অনুরোধ করেছিল। বলেছিল, ‘আপা, এটা করতে হবে আপনাকে।’ ওর অনুরোধে কোনো কিছু না ভেবে রাজি হওয়া। যেহেতু এত দিন পর ছবি করছে, অনেকেই থাকবে, আমিও কোনো একভাবে থাকব। আমার প্রথম সিনেমা ‘ফিরে এসো বেহুলা’র পরিচালক কিন্তু তানিম। ও যখন দ্বিতীয় ছবি করছে, সেটাই আমাদের সবার জন্য খুশির খবর ছিল। সবাই সবার মতো করে সাপোর্ট করেছিল। কারণ, সে পরীক্ষিত পরিচালক, ভালো কাজ করে। আমার মনে হয় যে এত দিন পর এত ভালো একটা গল্প, ক্রিসমাস ক্যারলের এই গল্পটা কমবেশি সবাই জানি। যেহেতু সেই গল্পটার অ্যাপ্রোচে বানাচ্ছে, আমিও হ্যাঁ বলেছি। তবে ‘উৎসব’ এতটা ভালো করবে, কেউ ভাবতে পারিনি। ভেবেছি ভালো হবে; কিন্তু দর্শক এটাকে যেভাবে গ্রহণ করেছে, প্রমাণ করে দিয়েছে, দর্শকের ওপর আমাদের ভরসা হারানো ঠিক না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন