You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ডেঙ্গুর ঝুঁকি

বর্ষাকাল মানেই যখন-তখন বৃষ্টি। কখনো একটানা ভারি বর্ষণ। কখনো আচমকা বৃষ্টি নেমে চারপাশ থইথই করে দেয় অল্প সময়েই। তখন আমাদের ঘরবাড়ির আঙিনায় বিভিন্ন আবদ্ধ জায়গা বা ছোটখাটো গর্তে পানি জমে যায়। শহরের বহুতল ভবনের ব্যালকনিতে, গাছের টবে কিংবা ছাদের কোনায় পানি জমে। এসব পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে তাতে এডিস মশা ডিম পাড়ে এবং বংশ বৃদ্ধি করে। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুহারও। ডেঙ্গু মূলত ভাইরাসজনিত একটি রোগ, যে রোগের বাহক এডিস মশা। ধারণা করা হতো, এডিস মশা শুধু দিনের বেলাতেই কামড়ায়। কিন্তু সে ধারণা এখন আর কাজ করছে না। এখন দিনে বা রাতে সবসময়ই কামড়াতে পারে এডিস। তাই রাত-দিনের বিচার না করে সবসময়ই মশা থেকে সুরক্ষিত থাকা জরুরি।

বিশেষ করে জমে থাকা এসব পানিতে মশার লার্ভা জন্ম নেয়। ফলে বেড়ে যায় মশার বিস্তার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মশাবাহিত রোগ। মশাবাহিত রোগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ডেঙ্গু। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মাত্রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন