বলিউডের সঙ্গে অন্ধকার দুনিয়ার যোগাযোগ অনেক পুরোনো। অনেক তারকার নাম জড়িয়েছে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। আমির খানও একবার অপরাধ জগতের লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন। বেশ ভয় পেলেও তাদের ডাকে সাড়া দেননি অভিনেতা। কী হয়েছিল তারপর? সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা জানিয়েছেন আমির।
১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমা দিয়ে আমিরের সাফল্যের শুরু। এরপর আরও বেশ কিছু সফল সিনেমার কল্যাণে আমিরের নামডাক ততদিনে ছড়িয়ে পড়েছে। দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ডের লোকজনও তাকে চিনে ফেলেছে। ১৯৯০ সালের দিকে তাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আমির।