You have reached your daily news limit

Please log in to continue


পররাষ্ট্র মন্ত্রণালয়: ৬৬ দিনেও যোগ দেননি সুফিউর, নিয়োগ কি এখনো কার্যকর

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে প্রায় দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের জন্য নিয়োগের ৬৬ দিনেও তিনি কাজে যোগ দেননি। ফলে গত ২০ এপ্রিল তাঁকে যে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি কি এখনো কার্যকর আছে, নাকি বাতিল করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অবশ্য গত বুধবারও প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অধ্যাপক ইউনূসের বিশেষ সহকারীর তালিকায় সুফিউর রহমানের নামটি ছিল।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়োগের পর সুফিউর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে তাঁর নির্দেশনা নিয়ে কাজে যোগ দেবেন। কিন্তু নিয়োগের পরপরই প্রধান উপদেষ্টা কাতার সফরে যাওয়ায় তিনি সে সময় দেখা করতে পারেননি। প্রধান উপদেষ্টা কাতার ও ভ্যাটিকান সিটি সফরের পর দেশে ফিরলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি সুফিউর রহমান।

ওই কর্মকর্তারা জানান, তাঁরা অনানুষ্ঠানিকভাবে জেনেছেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সুফিউর রহমান আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিচ্ছেন না।

সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নাম এখনো সরকারি ওয়েবসাইটে রয়েছে। তাঁর বর্তমান স্ট্যাটাস কী, জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনি এখানে এই পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন