
মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মাদারীপুরে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের সরদার কলোনির সড়ক থেকে মিছিলটি বের হয়ে ডাক্তার তোতা সড়কে গিয়ে শেষ হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই মিছিলে ২৫-২৮ জন তরুণ ও কিশোর অংশ নেন। তাঁদের সবার মুখে মাস্ক এবং একজনের মাথায় হেলমেট ছিল। ঝটিকা মিছিলটি প্রায় পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ। এর আগেও জেলা শহরে তিনবার জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়েছিল।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত একটি ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল করছেন কয়েকজন তরুণ। তাঁরা ব্যানার হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। আর স্লোগান দিচ্ছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘অবৈধ সরকার, মানি না মানব না’ প্রভৃতি। ব্যানারের মাঝে লেখা ছিল—‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অবৈধ আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল’।
- ট্যাগ:
- রাজনীতি
- ঝটিকা মিছিল
- বাংলাদেশ ছাত্রলীগ