You have reached your daily news limit

Please log in to continue


খানাখন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়কের এক কিলোমিটারে ভোগান্তি

যশোরের শার্শার বাগআচড়া বাজারে এক কিলোমিটার সড়কে খানাখন্দ আর বৃষ্টির পানিতে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে।

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তার এ অবস্থা তৈরি হয়েছে।

খানাখন্দে পরিপূর্ণ এ সড়কে ভোগান্তির শেষ নেই। জলাবদ্ধতা, কাদায় ভরা গর্ত, যানজট ও দুর্ঘটনা এ পথে এখন নিত্যদিনের সঙ্গী।

বাগআচড়া ড. মশিউর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী অনামিকা আফরিনকে প্রতিদিন ক্লাসে যেতে হয় বেলতলা সড়ক পেরিয়ে।

দিনের পর দিন কিভাবে তাকে এই সড়কের চলতে নাজেহাল হতে হয় সে কথা বলছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

একাদশ শ্রেণির এ শিক্ষার্থী বলেন, “প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে কলেজে যাই। আগে ২০ মিনিটে পৌঁছাতাম, এখন লাগে এক ঘণ্টা। এত খানাখন্দ আর ভোগান্তি পেরিয়ে ক্লাসে গিয়ে আর মনোযোগ দিতে পারি না।

“বিশেষ করে পরীক্ষার সময়ে রীতিমত ভয়ে থাকি। সঠিক সময়ে পৌঁছাতে পারব কি-না। প্রশাসনের কাছে আমাদের আকুতি দয়া করে এই সড়কের দিকে নজর দিন।”

সরেজমিনেও অনামিকার কথার সত্যতা পাওয়া গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বাগআচড়া বাজারের ব্যবসায়ী, ক্রেতাবিক্রেতা ও চলাচলকারী সাধারণ লোকজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন