You have reached your daily news limit

Please log in to continue


কন্যাসন্তান হওয়ায় ক্ষোভ: শ্বশুরবাড়িতে মিষ্টির প্যাকেটে বালু-মাটি পাঠালেন জামাই!

মা‌য়ের কোলজু‌ড়ে ফুটফু‌টে কন্যাসন্তান। নবজাত‌কের আগম‌নে খু‌শি প‌রিবারের লোকজন। ত‌বে খু‌শি হ‌তে পা‌রেন‌নি শিশু‌টির বাবা। কন্যাসন্তান হওয়ায় বিষয়‌টি ভা‌লোভা‌বে নি‌তে পা‌রেন‌নি তি‌নি। ফ‌লে রা‌গে-ক্ষো‌ভে নিজ সন্তান‌কে দে‌খতে এসে অদ্ভূত এক ঘটনা ঘ‌টি‌য়ে‌ছেন এই বাবা।

সন্তান‌কে দেখতে এসে মি‌ষ্টির প‌রিবর্তে প‌্যা‌কে‌টে ক‌রে নি‌য়ে এসে‌ছেন বালু-মা‌টি। সন্তা‌নের প্রতি একজন বাবার এমন অমান‌বিক আচর‌ণে ক্ষুব্ধ হ‌য়ে‌ছেন শ্বশু‌রবা‌ড়ির লোকজন। ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয় বা‌সিন্দারা।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বড় ধনতোলা গ্রা‌মে।

ত‌বে এসব অ‌ভি‌যোগ অ‌স্বীকার ক‌রে‌ছেন অ‌ভিযুক্ত মোক‌ছেদুল ইসলাম। তা‌কে ফাসা‌নোর প‌রিকল্পনা করা হ‌চ্ছে ব‌লে দা‌বি তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন