You have reached your daily news limit

Please log in to continue


আগের সাত ম্যাচে ৬১ রান, এবার ১১ ছক্কায় ৩৮ বলে ৮৮

একের পর এক ম্যাচে ব্যর্থতা। একইভাবে বারবার আউট। আইপিএলে একাদশ থেকেই বাদ। সব মিলিয়ে মনে হচ্ছিল, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক যেন ব্যাটিংই ভুলে গেছেন। অবশেষে সেই দুঃসময়ের আঁধার কাটিয়ে আপন আলোয় ফিরতে পারলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। বিধ্বংসী এক ইনিংস খেলে বার্তা দিলেন তিনি ফর্মে ফেরার।

মেজর লিগ ক্রিকেটে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ৩৮ বলে ৮৮ রানের ইনিংস উপহার দেন ফ্রেজার-ম্যাকগার্ক। বরাবরই চারের চেয়ে ছক্কার প্রতি তার ঝোঁক বেশি। এই ম্যাচও সেটির উজ্জ্বল প্রমাণ। তার ইনিংসে চার স্রেফ দুটি, ছক্কা ১১টি!

৭৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা।

এই ম্যাচের আগে সাত টি-টোয়েন্টি মিলিয়ে তার রান ছিল ৬১। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এক ম্যাচে ৩৮ করলেও অন্য পাঁচ ম্যাচ মিলিয়ে রান করেন ১৭। এরপর একাদশেই আর সুযোগ পাননি। মেজর লিগ ক্রিকেটে ফিরেও প্রথম ম্যাচে ব্যর্থ হন। রান খরার সেই ধারায় এবার ইতি টানতে পারলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

ওকল্যান্ডে বাংলাদেশ সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে স্যান ফ্রান্সিসকো। আগের ম্যাচে ১৯ ছক্কার বিশ্ব রেকর্ডে ৫১ বলে ১৫১ রানের ইনিংস উপহার দেওয়া ফিন অ্যালেন আবার দলকে এনে দেন উড়ন্ত শুরু।

আগের ওপেনার টিম সাইফার্ট অবশ্য বিদায় নেন দ্বিতীয় ওভারেই। এরপর শুরু হয় অ্যালেন ও ফ্রেজার-ম্যাকগার্কের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ১২১ রানের জুটি গড়েন দুজন। অ্যালেনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন