You have reached your daily news limit

Please log in to continue


যমুনা সেতু পশ্চিমে ৮ কিলোমিটার ধীরগতি

রোববার থেকে চালু হচ্ছে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি সব প্রতিষ্ঠান। সুতরাং ঈদের ছুটি আজই শেষ। তাই শিকড় ছেড়ে কর্মস্থলে ছুটছে মানুষ। এতে মহাসড়কে বেড়েছে গণপরিবহন। ফলে সৃষ্টি হয়েছে গাড়ির ধীরগতি।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকা ঘুরে ঢাকাগামী লেনে গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। ঝাউল ওভার ব্রিজ থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার থেমে থেমে গণপরিবহন চলাচল করছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষদের।

কড্ডার মোড় থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা সোহেল সেখ জাগো নিউজকে বলেন, আজই ছুটির শেষদিন। এজন্য বাসের টিকিট কেটে পরিবার নিয়ে রওনা হয়েছি। কিন্তু গাড়ির চাপ থাকায় সেতু পার হতে পারছি না।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে পৌঁছেছে ১৮ হাজার ৩৬৫টি ও ঢাকায় পৌঁছেছে ৩০ হাজার ৮১৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, ঈদের ছুটির শেষ দিনে গাড়ির চাপ বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দুপুর নাগাদ এই চাপ কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন